৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো গিল-অভিষেকরা

- Advertisement -

ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ। সেই লক্ষ্যে আগে বোলিংয়ে নেমে ১৫২ রানের মধ্যেই জিম্বাবুয়েকে আটকে রাখে খলিল আহমেদ-তুষার দেশপান্ডেরা। ব্যাটিংয়ে বাকি কাজটুকু সেরেছেন ভারতের দুই ওপেনার শুবমান গিল ও জয়স্বী জয়সওয়াল। দুজনের অতিমানবীয় ব্যাটিংয়ে ১০ উইকেটের জয় পেয়েছে ভারত।

টস জিতে আগে বল করার সিদান্ত নেন ভারতের অধিনায়ক গিল। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাসে মারুমানি। দুজনের ওপেনিং জুটিতে ৮.৪ ওভারে ওঠে ৬৪ রান। মারুমানিকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শিভম দুবে। আউট হওয়ার আগে মারুমানির ব্যাট থেকে আসে ৩১ বলে ৩২ রান।

এরপর দ্রুত ফিরেছেন মাধেভেরেও। ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন জিম্বাবুয়ান এই ওপেনার। ব্রায়ান বেনেট তেমন কিছুই করতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন রাজা

জিম্বাবুয়ে মূলত ১৫২ রানের সংগ্রহ পায় সিকান্দার রাজার কল্যাণে। ২৮ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এ ব্যাটার। জিম্বাবুয়ের কোনো ব্যাটার শেষের দিকে ঝড় তুলতে পারেননি।

৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন খলিল আহমেদ।

রান তাড়ায় দুর্দান্ত ব্যাট করেন ভারতের দুই ওপেনার। জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগই দেননি তারা। ২৯ বলে ফিফটি পূর্ণ করেন জয়সওয়াল। অধিনায়ক গিলের অর্ধশতক করতে লেগেছে ৩৫ বল। তবে সেঞ্চুরি মিসের হতাশা করতেই পারেন জয়সওয়াল। ৫৩ বলে ১৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। গিল অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলে।

জিম্বাবুয়ের হয়ে ২ ওভারে ২৪ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি রাজা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img