ভারত দলের দায়িত্ব নেয়ার পর থেকেই সাবেক কোচ এবং দলের ক্রিকেটারদের কাছ থেকে প্রশংসা পেয়েই চলেছেন কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের শেখানো কৌশলেই চলমান টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের দাবি, বিসিসিআই সর্বপ্রথম তাঁকেই ভারতের প্রধান কোচ পদের প্রস্তাব দিয়েছিলো।
“আমি বছরে ৩০০ দিন ভারতে থাকি। আইপিএল চলাকালীন বিসিসিআইয়ের সাথে ভারত দলের কোচ হওয়ার ব্যাপারে কথা বলেছি। কিন্তু, কাজটি আমি করতে পারিনি। তবে, এটা ভালো লেগেছে যে, বিসিসিআই মনে করেছিল এত বড় দায়িত্ব পালনে আমি সক্ষম”-পন্টিং বলছিলেন
মুলত, নিজের উপর থাকা কাজের চাপের কথা ভেবেই কোচের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিলেন পন্টিং। সেইসাথে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের দায়িত্বগ্রহণের খবরেও, “দ্রাবিড় তাঁর অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়ে কতটা খুশি, তা নিয়ে আমাদের অনেক আড্ডা হয়েছিল। নিজের পরিবার এবং ছোট বাচ্চা রেখে তিনি এই দায়িত্বগ্রহণে রাজি হয়েছেন, আমি কিছুটা আশ্চর্যই হয়েছি।”
উল্লেখ্য, প্রধান কোচ হিসেবে দিল্লী ক্যাপিটালসের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন সাবেক এই অজি ক্রিকেটার। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি তাঁর অধীনে অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছে এবং গত চার মৌসুমে তিনবার নকআউট পর্বে জায়গাও করে নিয়েছে। আসন্ন আইপিএলেও তাঁকে দিল্লীর ডাগআউটে দেখা যাবে।