২২ জানুয়ারি ২০২৫, বুধবার

ভারতের ডি ভিলিয়ার্স হয়ে উঠেছেন সূর্যকুমার!

- Advertisement -

যতো দিন যাচ্ছে যাদবের ব্যাটিং ততোই মুগ্ধতা ছড়াচ্ছে। ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানও খুব স্বাভাবিকভাবেই ভাসছেন প্রশংসায়। নতুন করে সাউথ আফ্রিকান সাবেক পেসার ডেল স্টেইন বলেছেন, সুর্যকুমারের ব্যাটিং তাকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি এই ব্যাটারকে ভারতের ডি ভিলিয়ার্স হিসেবেও আখ্যায়িত করেছেন।

স্টেইনের চোখে সূর্যকুমার হয়ে উঠছেন ভারতের ডি ভিলিয়ার্স

“সে মাঠের চারপাশেই শট খেলতে পারে। তার ব্যাটিং আমাকে ডি ভিলিয়ার্সের কথা মনে করিয়ে দেয়। ধীরে ধীরে ভারতের ভিলিয়ার্স হয়ে উঠছে সুর্যকুমার। আমার মনে হয়, বিশ্বকাপে সবাই তাকে ভালোভাবেই নজরে রাখবে।”-জানিয়েছনে ডেল স্টেইন 

পেস বল বেশ ভালো খেলেন সূর্যকুমার। বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে। সহজাতভাবেই যেখানে পেসারদের জন্য সাহায্য থাকে। তবে পার্থ-মেলবোর্নের এক্সট্রা পেস আর বাউন্স যাদব ভালোভাবেই কাজে লাগাতে পারবেন বলে মনে করেন স্টেইন।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপের বড় নাম হয়ে উঠেছেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান দুই। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৪০.০৫ গড়ে করেছেন ৮০১ রান। যেখানে ছয়টি ফিফটির সাথে রয়েছে এক সেঞ্চুরি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img