৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না পাথিরানা-মাদুশাঙ্কা

- Advertisement -

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে শ্রীলঙ্কা শিবিরে যেন চোটের মিছিল লেগেছিল। এবার ওয়ানডে সিরিজেও বজায় রয়েছে সেই ধারা। ইনজুরির কারণে সূর্যকুমার যাদবের দলের বিপক্ষে খেলতে পারবেন না দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা।

বৃহস্পতিবার ক্রিকেটভিত্তি ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দা হালাংগোডা।

পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান মাথিশা। তার ইনজুরি প্রসঙ্গে মাহিন্দা বলেন, “গত বিশ্বকাপের সময় মাথিশার কাঁধের সমস্যাটা আবার দেখা দিয়েছে। আপাতত তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছি না।” 

অপরদিকে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান অপর পেসার দিলশান মাদুশাঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র এক ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই পেসার।

আপাতত এই দুই পেসারের পরিবর্তে ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ এবং ঈশান মালিঙ্গাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহিন্দা। এছাড়া ব্যাটার কুশল পেরেরা, পেসার প্রমোদ মাদুশান এবং স্পিনার জেফরি ভ্যান্ডারসেকে স্ট্যান্ডবাই রেখেছে শ্রীলঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img