১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার পরেই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। টিম ম্যানেজমেন্ট থেকে জানা গিয়েছিলো ১৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে ভারতের বিপক্ষে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। তবে তা আর হচ্ছে না রোহিত শর্মার দলের বিপক্ষে ম্যাচে খেলবেন না উইকেট কিপার ব্যাটার। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিক ভেবেছিলেন ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের আগেই শ্রীলঙ্কায় ফিরতে পারবেন। কিন্তু তার স্ত্রীর ও সন্তান পুরোপুরি সুস্থ না হওয়ায় দেশে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি। আর তাকে ছুটিও দিয়েছে বিসিবি।

এই বিষয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “মুশফিক আমাদের জানিয়েছে তাঁর স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হননি। এই সময়ে সে স্ত্রী ও সন্তানের পাশে থাকতে চান। আমরা তাঁর অবস্থা বুঝেছি এবং ভারতের বিপক্ষে না খেলার অনুমতি দিয়েছি”

এশিয়া কাপে বাংলাদেশ ভালো করতে না পারলেও ব্যাট হাতে ভালো করেছেন মুশফিক। চার ইনিংসে এক ফিফটিতে ৩২.৭৫ গড়ে ১৩১ রান করেছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img