নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বিশাল জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। শনিবার চার বছর পর ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ভারতের বিপক্ষে জিততে পারলেই সুপার ফোর নিশ্চিত বাবর আজমদের। তবে হারলেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান হারাবে তারা।
গত সপ্তাহে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে পাকিস্তান। ১১৯ রেটিং নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। ১১৮ রেটিং নিয়ে তালিকার দুইয়ে অস্ট্রেলিয়া এবং ১১৩ রেটিং নিয়ে তিনে আছে ভারত। শনিবার ভারতের কাছে হেরে গেলে শীর্ষস্থান হারাতে হবে পাকিস্তানকে। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে যাবে বাবর আজমের দল, শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া।
বর্তমানে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় এবং এশিয়া কাপের শুরুতেই নেপালের বিপক্ষে বিশাল জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী বাবর আজমের দল। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সর্বমোট ১৬বার দেখা হয় ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ১৩ ওয়ানডেতে ৭টিতে জিতেছে ভারত, ৫টি জিতেছে পাকিস্তান ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি সংস্করণে ৩ ম্যাচের ২টি জিতেছে ভারত ও পাকিস্তানের আছে ১টি জয়।
অবশ্য সব ধরনের টুর্নামেন্ট মিলে পরিসংখ্যানের দিক থেকে ভারতের বিপক্ষে অনেক এগিয়ে ‘মেন ইন গ্রিন’রা। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩২ বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে ভারতের জয় ৫৫টি, পাকিস্তানের জয় ৭৩টি। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।