বুধবার নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে ভারতীয় দল। বাহাতি স্পিনার অক্ষর প্যাটেলের জায়গায় দলে নেয়া হয়েছে আইপিএলের আরব আমিরাত পর্বে দুর্দান্ত বোলিং করা শার্দুল ঠাকুরকে। চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়লেও, অক্ষর প্যাটেল থাকছেন অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায়।
বিসিসিআইয়ের প্রেস মিট শেষে জানা গেছে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুজবেন্দ্র চাহালকে নিয়ে জল্পনা-কল্পনা চললেও তাকে নেয়া হয়নি দলে।
বিশ্বকাপে ভারতীয় দল
ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, সুরিয়াকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পান্থ, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন, বরুন চক্রবর্তী।
অতিরিক্ত খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল
নেট বোলার: আভেশ খান, উমরান মালিক, হার্শাল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কটেশ আইয়ার, কার্ন শর্মা, শাহবাজ আহমেদ এবং কে. গৌতম।