পরিচিতি অনেকেই পান, তারকা অনেকেই বনে যান; সীমান্তের বাঁধন ছিড়তে পারেন কজন? জানা নেই, তবে সৌরভ গাঙ্গুলি তাদের মধ্যেই একজন। কদিন আগেই অসুস্থ হয়েছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ওপারের সৌরভ হয়েছেন এপারের মন খারাপের কারণ।
মনে আকাশের সেই গুমোট মেঘ বেশিদিন বিচরণ করেনি, দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন, ছেড়েছেন হাসপাতাল। সৌরভ যে এখন ভালো আছেন সেটা তিনি নিজেই জানিয়েছেন। বয়সের অর্ধশতকের খুব কাছে দাঁড়ান সৌরভ ধন্যবাদ জানিয়েছেন তার যত্ন নেয়া চিকিৎসকদেরও।
‘আমার সু-চিকিৎসার জন্য হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। আমি ভালো আছি।‘
সৌরভের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট চিকিৎসকরা। তবে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার জন্য আরও দুই সপ্তাহ অপেক্ষা করার কথাও জানান তারা।