১২ মার্চ ২০২৫, বুধবার

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ২-০ গোলের জয়

- Advertisement -

শুক্রবার রাতে বার্নাব্যুতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে কার্লোস অ্যানচেলত্তির দল। ২০০৮ সালের মার্চের পর বার্নাব্যুতে জয় দেখেনি ভ্যালেন্সিয়া। এই নিয়ে সবশেষ ১৭ ম্যাচ ভ্যালেন্সিয়ার বিপক্ষে অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ, যেখানে জয় ১২টি, ড্র পাঁচটি।

খেলার শুরু থেকেই অবশ্য দাপুটে ফুটবল খেলেন অ্যানচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধেই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ। এর মধ্যে আন্তনিও রুডিগার একবার বল জালেও পাঠান। তবে করিম বেনজেমা ফাউল করায় ভিএআরে গোলটি বাতিল হয়ে যায়।

দুটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে প্রথমবার ডেডলক ভাঙেন মার্কোস এসেনসিও। করিম বেনজেমার পাস থেকে বল জালে ঢুকাতে ভুল করেননি স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার।

দুই মিনিট পর দলের হয়ে দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। বেনজেমার বাড়ানো বল গোলরক্ষককে পরাস্ত করে সহজেই বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এটি ছিল রিয়ালের জার্সিতে ভিনিসিয়াসের ২০০তম ম্যাচ।

গোলের পর বিপজ্জনক ফাউলের শিকারও হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ৭২ মিনিটে আক্রমণে ওঠা ভিনিসিয়াসকে সামনে থেকে ট্যাকল করেন ভ্যালেন্সিয়ার গ্যাব্রিয়েল পলিস্তা। মাটিতে পড়ে গিয়ে তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়িয়ে পলিস্তার দিকে তেড়ে যান ভিনিসিয়াস, হাতাহাতির অবস্থা হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যেও। রেফারি পলিস্তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। শেষ ১৮ মিনিট দশজন নিয়ে খেলা ভ্যালেন্সিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।

এই জয়ের সুবাদে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে অ্যানচেলত্তির দল। ১৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫০, রিয়ালের ৪৫।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img