১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশ্য দেশ ছাড়বে বাংলাদেশ দল

- Advertisement -

দিনে দিনে এগিয়ে যায় সময়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর টাইগারদের জন্য অপেক্ষা করছে কিউই সিরিজও। নিউজিল্যান্ডে কখনও জেতেনি বাংলাদেশ, প্রপ্তির খাতায় সংখ্যা যোগ করতে তাই মরিয়া তামিম-মুশফিকরা।

দেড় মাসের লম্বা সফর, কিউই জনপদের উদ্দেশ্য বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা মঙ্গলবার। পৌঁছেই বাংলাদেশকে থাকতে হবে ৪ দিনের কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন মুক্তি হলেও কাটবে না বন্দী দশা সহসাই, ১০ দিন অনুশীলন করতে হবে নিজেদের মধ্যে। ওই অনুশীলনের পর কুইন্সল্যান্ডে ৬ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৮ মার্চ, শেষ হবে ১ এপ্রিল।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,  লিটন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img