লুকা মদ্রিচ ও করিম বেনজেমার গোলে সৌদি আরবের রিয়াদে রোববার অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। এটি এই মৌসুমে ও এই বছরে রিয়ালের প্রথম শিরোপা।
বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে একাদশে থাকা মার্কো আসেনসিও (ইনজুরড) ও নিয়মিত উইংব্যাক দানি কারভাহালকে (কোভিড পজিটিভ) ছাড়াই নামে রিয়াল। একাদশে ছিলেন রদ্রিগো গোয়েস ও লুকাস ভাস্কেজ।
৩৮তম মিনিটে রদ্রিগোর কল্যানেই প্রথম গোলের দেখ পায় রিয়াল। ডি বক্সে তাঁর বাড়ানো পাস থেকেই জোরালো শটে লুকা মদ্রিচ করেন গোল।
৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। ডি-বক্সে বেনজেমার শট বিলবাও ডিফেন্ডারের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার।
শেষ কয়েক মিনিটে পেনাল্টি পায় বিলবাও, সেটি ঠেকিয়ে দেন কর্তোয়া। এদের মিলিতাও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন বেতিস।
এই নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল। রেকর্ড ১৩ বার জিতেছে বার্সেলোনা।