২২ জানুয়ারি ২০২৫, বুধবার

‘মাঠ করতে তো নৌকার আকৃতি দরকার নেই’

- Advertisement -

ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর প্রথম মিটিংয়েই শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করেন। পূর্বাচলে হতে যাওয়া স্টেডিয়ামটি হওয়ার কথা ছিল নৌকা আকৃতির। তবে মাঠ করতে নৌকা বা স্কয়ার শেইপ দরকার নেই বলে মন্তব্য করেছেন ফারুক।

শনিবার পূর্বাচলে মাঠটি দেখতে গিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি। এদিন তার সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নসহ অনেক পরিচালক। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলার সময় ফারুক বলেন, “মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেইপ দরকার নাই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা লাগে আমরা সেটা করব।”

যত দ্রুত সম্ভব পূর্বাচলের স্টেডিয়ামটি খেলার জন্য উপযুক্ত করতে চান ফারুক আহমেদ

ফারুক বিসিবি সভাপতি হওয়ার পর থেকে পুরনো মাঠগুলো, যেখানে অনেকদিন ধরে ক্রিকেট হচ্ছে না। সেই মাঠগুলো সংস্কার করার কথা বলে আসছেন। সেটিরই অংশ হিসেবে পূর্বাচলে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

“আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলো উন্নতি করা। উন্নতির সাথে সাথে আমরা যদি কিছু নতুন মাঠ করতে পারে সেই ব্যাপারে চিন্তা করছিলাম। এটা আমাদের নিজস্ব জায়গা, এটার একটা প্ল্যান ছিল। এটা আমরা যত তাড়াতাড়ি মাঠের শেইপ দিতে পারি, সেটা আমাদের একটা প্রায়োরিটি। আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, সেটার সাথে এটা যুক্ত হবে”– বলছিলেন বিসিবি সভাপতি

দীর্ঘদিন আগে পূর্বাচলে স্টেডিয়াম করার কথা থাকলেও সেটি খুব একটা অগ্রগতি হয়নি। তবে বিসিবির নতুন সভাপতি যত তাড়াতাড়ি সম্ভব পূর্বাচলের মাঠটিকে খেলার উপযোগী করতে চান ফারুক।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img