১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ

- Advertisement -

প্রধান কোচ অস্কার ব্রুজনের সাথে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে দুজনের মুখ থেকেই শোনা গেল পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার কথা। ঘরের মাঠে স্বাগতিকরা সমর্থকদের সাপোর্টটা বেশি পেলেও তা নিয়ে মোটেই চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক। দর্শক, র‌্যাংকিংয়ের দিকে না তাঁকিয়ে মাঠ ছাড়তে চান পূর্ণ তিন পয়েন্ট নিয়েই।

“আমরা প্রত্যেকেই জানি মালদ্বীপের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু আমি ওদের ব্যাপারে একদমই ভাবছি না। আমার পুরো ফোকাস শুধুমাত্রই আমার দলের ওপর। ওরা ঘরের মাঠে খেলবে, নিশ্চিতভাবেই সমর্থকদের সাপোর্টটাও থাকবে তাদের প্রতি। কিন্তু, আমরা এসবের তোয়াক্কা করছি না। ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই”- সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক

অধিনায়কের সুরেই গান গেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ অস্কার ব্রুজন। জয় ছাড়া যে কিছুই ভাবছেন না এইমুহুর্তে, সেটা শোনা গেল তার মুখ থেকেও। সংবাদ সম্মেলনে প্রধান কোচ মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে বলেছেন, “আলি সুজাইন বেশ অভিজ্ঞ কোচ। সে জানে কি পরিকল্পনায় আগানো উচিত। কিন্তু, আমরাও ছাড় দিতে রাজি নই। র‌্যাংকিংয়ে কে এগিয়ে আছে, কার মাঠে খেলছি এসব নিয়ে আমরা ভাবতে চাইনা। কালকের ম্যাচে দুই দলেরই ফিফটি-ফিফটি সুযোগ আছে জয়ের। আমরা ভালো খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই”

জয়ের নেই কোনো বিকল্প এটাই কি বলছেন ব্রুজন

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখার কারণে থাকবেন একাদশের বাইরে। সেইসাথে ফরোয়ার্ড রাকিব হোসেনের দুই হলুদ কার্ড এবং মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদের পিঠে চোটের কারণে মালদ্বীপের বিপক্ষে তাদের একাদশে পাচ্ছে না বাংলাদেশ দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img