জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের মাঠের বাহিরের সময়টা একদমই ভালো যাচ্ছেনা । ইনজুরির পাশাপাশি মানসিক ভাবেও ভালো অবস্থায় নেই এই অলরাউন্ডার। তাইতো দারস্থ হলেন টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফী বিন মোর্ত্তজার কাছে। টিপস নিয়েছেন কিভাবে কি করতে হবে। মিরপুরে আজ গনমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই অলরাউন্ডার,
”আমার ইচ্ছা ছিলো মাশরাফী ভাইয়ের সাথে কথা বলবো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। যেহেতু আমি ফ্রাস্ট্রেশনে ছিলাম, উল্টাপাল্টা কিছু কথা বলতেছি, নিজেকে নিয়ে কাজ করার প্রবণতা একটু কমে গিয়েছিলো, তো এগুলা নিয়ে মাশরাফী ভাইয়ের সাথে দেখা করার প্ল্যান করেছিলাম অফিসে হোক বা বাসায় হোক। যেহেতু উনাকে মাঠেই পেয়ে গেলাম তাই এগুলা নিয়ে কথা বললাম আরকি। কি করতে না করতে হবে, কিভাবে নিজেকে মেন্টালি আরো স্ট্রং রাখতে হবে এগুলা নিয়ে কথা হয়েছে।”-মোহাম্মদ সাইফউদ্দিন
বাংলাদেশের জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে সপ্তাহ খানেকের জন্য বাংলাদেশের সাথে যোগ দিইয়েছেন সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেল। তবে ইনজুরির কারণে দলে নেই তাকে আইডল মানা সাইফউদ্দিন। আশা রাখেন ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ পেলে সেটা লুফে নিবেন। তবে এখন পর্যন্ত মেনে চলছেন মরকেলের মরকেলের সতীর্থ ম্যাকেঞ্জির দেওয়া ব্যাটিং টিপস,

“আমি ছোট বেলায় মরকেলের ফ্যান ছিলাম। ওর মতো আমিও বাম হাতে ব্যাট করি, ডান হাতে পেস বল করি। ওর সাথে থাকলে বা কাজ করলে অথবা এখন দলের সাথে থাকলে ভালো লাগতো। তবে আমি যেহেতু নিল ম্যাকেঞ্জির আন্ডারে ক্যাম্প করেছি, জাতীয় দলে খেলেছি তখন ব্যাটিং টেকনিক বা আমাকে যেগুলা বলেছিলো আমি এখনো ডোমেস্টিক খেললে বা ন্যাশনাল টিমে খেললে ওগুলা ফলো করি। আমার দেখা ওয়ান অব দ্য বেস্ট ম্যাকেঞ্জি। কখনো আমার সুযোগ হলে মরকেল থেকে নিতে পারবো”-মোহাম্মদ সাইফউদ্দিন