চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে জয়ের দেখা পায়নি কোনো দল। আলিয়েঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, বায়ার্ন মিউনিখের পক্ষে গোল করেছেন লেরয় সানে এবং হ্যারি কেইন।
ম্যাচ শুরু স্বাগতিকরা দাপট দেখালেও ২৪ মিনিটে ক্রুসের দারুণ পাস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে গোল পেলেন তিনি। প্রথমার্ধে বিরতির আগে গোল হয় ওই একটাই।
আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় জার্মান জায়ান্টরা। ৫৩ মিনিটে লেরয় সানের গোল এবং ৫৭ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করে চার মিনিটের মধ্যেই বায়ার্ন মিউনিখকে এগিয়ে নিয়ে যান।
ডান প্রান্তে বল পেয়ে দারুণ এক শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান সানে। বাভারিয়ানরা দ্বিতীয় গোলের ক্ষেত্রে পেনাল্টির দেখা পায় বক্সের ভেতর জামাল মুসিয়ালাকে লুকাস ভাসকেজ ফাউল করায়। এরপরই লুনিনকে উল্টো দিকে পাঠিয়ে বায়ার্নকে ২-১ গোলে এগিয়ে দেন কেইন। ফলে সর্বোচ্চ ৮ গোল নিয়ে কিলিয়ান এমবাপ্পের সাথে চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোলের মালিক এখন এই ইংলিশ তারকা।
জামার্ন দলটি যখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সে মুহূর্তেই ৮৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূরণ করেন ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেই খুশি থাকতে হয়েছে দুই দলকে। আগামী ৮ মে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।