আবাহনীর খেলা মানেই যেন বৃষ্টি, তারকা নির্ভর দলটার মাঠের প্রতিপক্ষের চেয়েও কঠিন প্রতিপক্ষ হয়তো দেশের আবহাওয়া। নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে কমে আসা ম্যাচে জয় পেয়েছিল আকাশী নীলরা। দ্বিতীয় ম্যাচেও কমেছে ওভার। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শনিবারের ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি। নির্ধারিত সময় তাই শুরু হয়নি খেলা।
টসে জিতে আবাহনী নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, মাঠে নামার অপেক্ষা বেড়েছে। আছে ম্যাচ বাতিলের শঙ্কাও। আগের দুই ম্যাচ জিতে অবশ্য আবাহনী ছিল ফ্রন্টফুটে। পরিষ্কার ফেভারিট হওয়ায় তাই ম্যাচ বাতিল হলে ক্ষতিটাও তাদেরই।
আপাতত যতটুকু খবর, বেলা সোয়া চারটার মধ্যে ম্যাচ শুরু না হলে বাতিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুদলকে। তবে আপাতত ম্যাচের অপেক্ষাতেই ব্রাদার্স-আবাহনী , তবে সেটা কতটুকু সম্ভব সেই প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাক।