স্পিনারদের দিয়ে করাতে হবে বোলিং, আলোকস্বল্পতার কারণে পেসারদের বোলিং না করানোর অনুরোধ আম্পায়ারদের। হাসিমুখে মেনে নিলেন বাবর আজম, দুর্দান্ত বোলিং করার অপেক্ষায় থাকা শাহীন শাহ আফ্রিদি-হাসান আলীরা পারবেন না বল করতে। দলে স্পিনার মাত্র দুইজন; সাজিদ খান আর নোমান আলী।
পার্টটাইম স্পিনার বলতেও কেউ নাই, ফাওয়াদ পারেন হাতটা ঘোরাতে। অর্থ্যাৎ সাজিদ-নোমানকে দিয়েই শেষ করতে হবে সারাদিন। তাতে কি? স্পিনাররাও তো কম যান না! নিজের প্রথম ওভারে বল করতে এসেই অভিষিক্ত মাহমুদুল হাসান জয়কে প্যাভিলিয়নে পাঠিয়েছেন সাজিদ খান, চতুর্থ ওভারে বল করতে এসে তুলে নিয়েছেন সাদমান ইসলামেরও উইকেট। সাজিদের পরের ওভারেই রান আউট হয়ে প্যাভিলিয়নে মুমিনুল হক।
চা বিরতিতে যাওয়ার পূর্বে বাংলাদেশের সংগ্রহ তাই তিন উইকেটে ২২। ১৩* রানে অপরাজিত আছেন নাজমুল ইসলাম শান্ত।