৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

মুম্বাইয়ে রোমাঞ্চে ভরা দ্বিতীয় দিন

- Advertisement -

মায়াঙ্ক আগারওয়ালের ১৫০, এজাজ প্যাটেলের এক ইনিংসে ‘১০’ উইকেট, ভারতের ৩২৫ এবং নিউজিল্যান্ড অলআউট ৬২ রানেই! নাটকীয়তায় ভরপুর মুম্বাই টেস্টে ভিরাট কোহলি চাইলে ফলোঅনে ফেলতে পারতেন কিউইদের, কিন্তু তা না করে তিনি নিয়েছেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত। ২৬৩ রানে এগিয়ে থেকে শুরু করেছে ভারত, দিনশেষে স্কোরবোর্ডে তুলেছে বিনা উইকেটে ৬৯। ৩৮ রানে অপরাজিত আছেন মায়াঙ্ক আগারওয়াল, ২৯ রানে চেতেশ্বর পূজারা।

দুই ঘন্টার ব্যবধানে মৃদ্রার এপিঠ-ওপিঠ দুইটাই দেখা হয়ে গেছে কিউইদের। এজাজ প্যাটেলের ইতিহাস গড়া বোলিংয়ে উচ্ছ্বাস নিয়ে ড্রেসিংরুমে ফেরা নিউজিল্যান্ড দলের খেলোয়াড়েরা ৬২ রানে অলআউট হয়ে হতাশ হয়ে বসে ছিলেন ঐ ড্রেসিংরুমেই। টেস্টে ভারতের বিপক্ষে এত কম রানে এর আগে কারোর ইনিংস যায়নি গুটিয়ে।

এজাজ নিয়েছেন দশ উইকেট

প্রথম টেস্টে নিশ্চিত হারের মুখ থেকে কিউইদের বাঁচিয়েছিলেন রাচীন রবীন্দ্র; কিউই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন জয়ন্ত যাদব। রবীন্দ্রর উইকেটটি নিয়েই চা বিরতিতে গিয়েছে ভারত। ততোক্ষণে কিউইদের হারিয়েছে আরো পাঁচটি উইকেট, তিনটিই তুলে নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ, একটি অক্ষর প্যাটেল, একটি রবীচন্দ্রন অশ্বিনের।

অশ্বিন নিয়েছেন চারটি উইকেট

চা বিরতির পরের সময়টা নিজের করে নিয়েছেন অশ্বিন, তুলে নিয়েছেন চার উইকেটের তিনটিই। অপর উইকেটটি অক্ষর প্যাটেলের; শেষ ব্যাটসম্যান হিসেবে কিউইদের পক্ষে সর্বোচ্চ রান করা কাইল জেমিসনকে যখন প্যাভিলিয়নে ফিরিয়েছেন, তখন তার নামের পাশে ১৭ রান, কিউইদের ৬২। জেমিসন ছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছে মোটেই একজন, অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে এসেছে ১০ রান।

মুম্বাইয়ে ইতোমধ্যেই জয়ের সুবাতাস পেতে শুরু করেছে ভিরাট কোহলির দল। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা এগিয়ে ৩৩২ রানে। তৃতীয় দিনে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে কি না তা জানা না থাকলেও, এই টেস্ট বাঁচাতে হলে যে কিউইদের করতে হবে অসাধ্য সাধন সেটা অনুমান করাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img