৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

মুশফিক ইস্যুতে পাপন জানালেন, ‘সোহানই সেরা’

- Advertisement -

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ, হঠাৎ করেই রাসেল ডমিঙ্গো জানালেন দুই ম্যাচ দুই ম্যাচ করে কিপিং করিয়ে দেখতে চান মুশফিকুর রহিম এবং নুরুল হাসান সোহানকে। যথারীতি প্রথম দুই ম্যাচে উইকেটের পেছনে সোহান, তৃতীয় ম্যাচেও সোহানই! কারণ হিসেবে ডমিঙ্গো বলেছিলেন, মুশফিক নাকি করতে চান না উইকেটকিপিংটাই!

মুশফিক এরপর আর উইকেটের পেছনে দাড়াননি। বেশ অনেকদিন পর মুশফিকের কথা এসেছে নাজমুল হাসান পাপনের সাথে কথা বলার সময়েও। বিসিবি সভাপতি উল্টো যেন আঙ্গুল তুললেন মুশফিকের দিকেই, “আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই সেটাতে অসুবিধা কি? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না।”

উইকেটের পেছনে সোহানই সেরা

বোর্ড সভাপতি আরোও বলেন সুযোগ না দিলে সোহান কতটা ভালো সেটাই তো জানা যেত না, “আমাকে বলেন সোহান যে উইকেটকিপিং করল, তার কি খারাপ হচ্ছে? এটলিস্ট এখন এটা তো জানি আমাদের বেস্ট উইকেটকিপার সোহান।”

মুশফিকের হাত থেকে কিপিং গ্লাভস কেড়ে নেয়া হয়নি এটাও নিশ্চিত করেছেন পাপন। সেইসাথে ছুড়ে দিয়েছেন পাল্টা প্রশ্নও, “কিপিং গ্লাভস কেড়ে নেয়া হয়েছে এটার মানেটা কি? আমরা কি অন্য কোনো প্লেয়ারকে দিয়ে কিপিং কেমন করে দেখতে পারব না? মানে এইটা যদি কোচও করে ও কি দেখতে চাইতে পারে না যে আমার আর কি অপশন আছে! একটা দুইটা ম্যাচ দেখলে অসুবিধেটা কি?”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img