মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় সেশন শুরুর আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান।
দ্বিতীয় সেশনেরর শুরুতেই দলীয় ১৯৯ রানে সাকিবের উইকেট হারায় বাংলাদেশ, ৮৭ রানে আউট হন তিনি। তবে ঠিকই নিজের সেঞ্চুরি পূরণ করেন সেট ব্যাটার মুশফিকুর রহিম। সাকিবের উইকেটের পর মুশির সঙ্গে একটি দারুণ জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তবে ব্যক্তিগত ৪৩ রানে আউট হন তিনি। এখন পর্যন্ত উইকেটে অপরাজিত দুই ব্যাটার হলেন মুশফিক এবং মেহেদী হাসান মিরাজ। মুশি ১২৪ রানে এবং মিরাজ অপরাজিত আছেন ১৮ রানে।
এর আগে,দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে স্কোরকার্ডে ছয় রান যোগ করে আউট হন মমিনুল হক৷ এই বাহাতির উইকেট হারিয়ে চাপের পড়ার কথা থাকলেও সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ম্যাচে আবারো ফেরে বাংলাদেশ।
৪০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে চাপের মধ্য থেকে বের করে আনার চেষ্টা চালানো শুরু করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে এই জুটি ৫৬ বলে ৫২ রানের পার্টনারশিপ করেন। শতরানের পার্টনারশিপ স্পর্শ করেন মাত্র ১০৯ বলে। হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের পর দ্বিতীয় জুটি হিসেবে টেস্টে পাঁচবার করেছেন শতরানের পার্টনারশিপ।
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা বিশ্বসেরা অলরাউন্ডার ফিফটি তুলে নেন মাত্র ৪৫ বলেই। সাকিবের পর ফিফটির দেখা পান মুশফিকও; বল খেলেছেন ৬৯টি।