২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার

‘মুস্তাফিজ খেলবেন কিনা ম্যাচের আগে নেওয়া হবে সিদ্ধান্ত’

- Advertisement -

সোমবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে মুস্তাফিজুর রহমান খেলবেন কিনা সেই বিষয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির অধিনায়ক লিটন কুমার দাশ।

গত রবিবার কুমিল্লার অনুশীলনের সময় ম্যাথু ফোর্ডের মারা বল মাথায় লাগে মুস্তাফিজের। সাথে সাথে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে, এমনকি কাটার মাস্টারের মাথায় বেশ কয়েকটি সেলাইও দিতে হয়েছে। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। মুস্তাফিজের পরিবর্তে সুযোগ পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন মুশফিক হাসান। ফিজ সুস্থ হলেও খেলবেন কিনা সেটা নির্ভর করছে ফিজিওর সিদ্ধান্তের উপর।

এই বিষয়ে লিটন বলেন, “মুস্তাফিজ আগামীকাল আসবে মাঠে, ফিজিও টেস্ট নিবে তারপর দেখা যাবে”

এদিন রংপুরের বিপক্ষে কোয়ালিফায়ারে নামার বিষয়েও কথা বলেছেন কুমিল্লা অধিনায়ক। গণমাধ্যমকর্মীদের মনে করিয়ে দিয়েছেন চলমান বিপিএলে দুই দলের লড়াইয়ে ১-১ সমতার কথা।

কুমিল্লার স্কোয়াডে রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারইন, মঈন আলীর মতো বড় নাম। কিন্তু সুযোগ পেলে দেশি খেলোয়াড়রাও ম্যাচ ঘুরানোর সামর্থ্য রাখে বলে মনে করেন লিটন।

কুমিল্লার অধিনায়ক বলেন, “শুধু বিদেশিরা না, আমার মনে হয় লোকাল প্লেয়াররা ম্যাচ ঘুরানোর সুযোগ পেলে ঐ চেষ্টাটাই করবে”

সোমবার সন্ধা ৬:৩০ মিনিটে রংপুরের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img