২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

মুস্তাফিজকে নিয়ে ভিন্ন ভাবনায় নিউজিল্যান্ড

- Advertisement -
বাংলাদেশে আসার আগে বেশ ভালোভাবে প্রস্তুতি ছেড়েছে নিউজিল্যান্ড। লিঙ্কনে জীর্ণ উইকেটে করেছে অনুশীলন। সফর নিয়ে বেশ আশাবাদী কিউই কোচ গ্লেন পকন্যাল। অস্ট্রেলিয়ার সিরিজে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে বাড়তি পরিকল্পনা আছে সফরতদের, আভাস দিয়েছেন পকন্যাল।

মুস্তাফিজকে হুমকি মানলেও অন্য বোলারদের নিয়েও ভাবনা আছে সফররত দলের কোচের। পাকন্যাল প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের পারফর্ম্যান্সের।

“সে অস্ট্রেলিয়া সিরিজে ভালো বোলিং করেছে। ডেলিভারিগুলো সে যেভাবে করেছে, তা দেখাটা ছিল স্পেশাল। আমার মতে, সে অবশ্যই হুমকি, পাশাপাশি বাংলাদেশের অন্যরাও” – পকন্যাল

মাঠে নামার আগে অনেক পরিকল্পনাই হয়। তবে বাস্তবায়ন করাটাই জরুরি। পকন্যালের ভাষ্য, মুস্তাফিজ চাপে ফেলতেই চেষ্টা করবে তারা।

“আমরা তার বোলিং খুব ভালোভাবে দেখেছি এবং আলোচনা করেছি, কোথায় তাকে টার্গেট করা যায়। তবে, দিনশেষে ব্যাপারটি হলো, মাঠে করে দেখাতে পারা। তাকে চাপে ফেলার চেষ্টা করা এবং তার বিরুদ্ধে ভিন্ন কিছু করাই থাকবে লক্ষ্য”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img