একাদশ বদলে ছন্দ হারাল যুক্তরাষ্ট্র। প্রথম দুই ম্যাচ জিতে উড়তে থাকা স্বাগতিকদের যেন মাটিতে নামিয়ে আনল বাংলাদেশ দল। টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেলেও পরে সেই ধারা ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। পাওয়ারপ্লে’তে ১ উইকেট হারিয়ে ৪৬ রান করা দলটা নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১০৪ রান।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে রিশাদ নিয়েছেন ১ উইকেট। মুস্তাফিজ ছিলেন অবিশ্বাস্য। ৪ ওভারে ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন দ্য ফিজ।
তৃতীয় টি-টোয়েন্টি যুক্তরাষ্ট্র অবশ্য তাদের নিয়মিত একাদশ খেলায়নি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, প্রথম ম্যাচের নায়ক হারমিত সিং, দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা আলী খান এবং দলের অন্যতম সেরা পারফর্মার স্টিভেন টেইলরকে বিশ্রাম দিয়েছে দলটা।
বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন। জাকের আলীর পরিবর্তে একাদশে ফিরেছেন লিটন কুমার দাশ। এছাড়াও শরীফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।