৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

মেসি বিশেষ একজন; এ কারণেই তাঁকে আরবদের আলখাল্লা পরানো হয়েছে

- Advertisement -

রবিবার ফাইনালে ফ্রান্সকে হারানোর পর প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি স্পর্শ করার সুযোগ পান লিওনেল মেসি। তাঁর হাতে ট্রফি উঠার আগে একটি বিরল দৃশ্য দেখা যায়। তা হলো বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার আগে মেসির গায়ে পরানো হয় আলখাল্লা। বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের গায়ে এমন কোনো পোশাক পরানোর দৃশ্য এবারই প্রথম দেখা গেল। 

মেসির গায়ে আলখাল্লা পরান কাতারের রাজা শেখ তামিম বিন আমাদ আল থানি। কিন্তু ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন পরানো হয়েছিল মেসিকে এই পোশাক। 

আরব দেশের ঐতিহ্যের প্রতীক হলো এই আলখাল্লা। বিশেষ কোনো দিনে কিংবা কাউকে বরণ করে নিতে এই পোশাক পরানো হয়। বিশ্বকাপ জয়ের দিন মেসির জীবনে বিশেষ এবং এ কারণেই দিনটি স্মরণীয় করে রাখতে তাকে পরানো হয়েছে এই আলখাল্লা। 

বহুদুর পথ অতিক্রম করে বিশ্বকাপের আবেগমাখা সোনালি ট্রফিতে চুমু আঁকতে পেরেছেন মেসি। যার কারণে এ দিনটি লিওনেল মেসির কাছে নিঃসন্দেহে বিশেষ। তাইতো বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ৯০ হাজার মানুষের সামনে এটি পড়িয়েই সম্মানিত করেন কাতারের রাজা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img