প্যারিস সাঁ জার্মাঁর হয়ে লিওনেল মেসিকে গোল বা এসিস্ট পেতে দেখার অপেক্ষা আরো দীর্ঘায়িত হল ভক্তদের। পিএসজির হয়ে রোববার ঘরের মাঠে অভিষেক ম্যাচেও গোল-এসিস্ট কিছু পেলেননা আর্জেন্টাইন মহাতারকা। লিগ ওয়ানে পিএসজির জয়রথ অবশ্য তাতে থেমে যায়নি। প্রথমার্ধে পিছিয়ে পড়েও অলিম্পিক লিঁওর সাথে ২-১ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। গোল করেছেন নেইমার ও মাউরো ইকার্দি।
Messi at the Parc ❤️? pic.twitter.com/mgZU7NnV27
— Paris Saint-Germain (@PSG_English) September 19, 2021
পার্ক দে প্রিন্সেসে শুরু থেকেই স্বাগতিকদের দূর্বল রক্ষণ ও সমন্বয়হীন মধ্যমাঠের কঠিন পরীক্ষাই নেয় লিঁও। প্রথমার্ধ গোলহীন কাটলেও স্পষ্ট বুঝা গিয়েছে বল যোগানের অভাবে ভুগছিলেন নেইমার এমবাপ্পেরা, এক মেসি ছাড়া তেমন কেউই মাঝমাঠ থেকে দিচ্ছিলেননা ডিফেন্সচেরা পাস। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কার্ল তোকো একাম্বির ক্রসে গোল করে লিঁওকে ১-০ গোলে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।
?? Lucas Paquetá against PSG:
⚽️ 1 Goal
? 73 Touches
?? 7 Dribbles
? 15 Duels Won
? 5 Tackles
? 2 ClearancesHe completed more dribbles then any other player on the pitch…? pic.twitter.com/1ZtebRKBRB
— Mozo Football (@MozoFootball) September 19, 2021
লিডটা অবশ্য ১০ মিনিটও ধরে রাখতে পারেনি লিঁও; ৬৫ মিনিটে নেইমারের পেনাল্টি থেকে সমতায় ফেরে পিএসজি। এরপর যদিও লিঁওর তরফ থেকেই আক্রমণের হার বেশি ছিল; তবে মনে হচ্ছিল ১-১ ড্রতেই শেষ হবে ম্যাচ। তবে অতিরিক্ত সময়ে কিলিয়ান এমবাপ্পের এসিস্টে গোল করে দলকে জয় এনে দেন সুপার-সাব মাউরো ইকার্দি।
Neymar scores his first PSG goal of the season from the penalty spot ? pic.twitter.com/am3Y3YcFh5
— Goal (@goal) September 19, 2021
মাঝমাঠে স্বচ্ছন্দ থাকলেও ব্রুজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের মতো এই ম্যাচেও শট গোলবারে লাগিয়ে মেসি হয়েছেন গোলবঞ্চিত। বক্সের বাইরে থেকে তাঁর দূরপাল্লার কিছু দারুণ শটও গিয়েছে বিফলে। এমনকি খেলতে পারেননি পুরো ম্যাচও। ৭৫ মিনিটে মেসিকে তুলে নিয়ে আচরাফ হাকিমিকে নামান কোচ মরিসিও পচেত্তিনো। মাঠ ছেড়ে যাবার সময় মেসিকে মোটেই সন্তুষ্ট মনে হয়নি।
Messi after being subbed off ? pic.twitter.com/AxIE7EmhC4
— B/R Football (@brfootball) September 19, 2021
এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের চেয়ে পয়েন্টে বিঘতখানেক এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ধরে রেখেছে মরিসিও পচেত্তিনোর দল।