২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

মেসিহীন বার্সার তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়

- Advertisement -

নূ ক্যাম্পে ঘরের মাঠে প্রায় ২৬ হাজার দর্শকের সামনে গেতাফেকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে ১টি করে গোল করেছেন সার্জি রবার্তো ও মেমফিস ডিপে। গেতাফের হয়ে একমাত্র গোলটি এসেছে সান্দ্রো রামিরেজের পা থেকে। রোববার ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরেছেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন।

ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ২ মিনিটে বক্সের বা প্রান্ত থেকে জর্ডি আলবার ক্রস করা বল জালে জড়িয়ে উদযাপনে মেতে ওঠেন স্প্যানিশ তারকা রবার্তো। কিন্তু ব্যবধান বেশীক্ষণ বাড়িয়ে রাখতে পারেনি বার্সেলোনা, ১৯ মিনিটেই খেয়ে বসে গোল। কার্লেস অ্যালেনার সাথে ওয়ান-টু-ওয়ানে গেটাফের হয়ে লা লিগার প্রথম গোলটি করেন স্প্যানিশ সাবেক কাতালান ফরোয়ার্ড রামিরেজ। প্রথমার্ধ শেষে ডিপের কল্যাণে ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছেড়েছে বার্সেলোনা; ম্যাচের ৩০ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে বাড়ানো ডি ইয়ংয়ের বলটাকে বক্সের ভেতরে বাঁ প্রান্তে পেয়ে যান ডিপে, এরপর নিজের অসাধারণ নৈপুণ্যে ডিফেন্ডারদের পাশ কাঁটিয়ে গোল করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ডাচ উইঙ্গার।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে বার্সা ডিফেন্ডার এমারসনের ভুলে গোল হজম করতে বসেছিলো কাতালান ক্লাবটি, গেতাফে মিডফিল্ডার জেকু্ব জানক্তোর নেয়া শট রুখে দেন মার্ক আন্দ্রে টের-স্টেগেন। ৫৬ মিনিটে বার্সা রক্ষণভাগের ভুলে আরেকবার গোলের সুযোগ পেয়ে যায় গেতাফে, কিন্তু দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হোন মউরো আরামব্যারি; ৫৮ মিনিটে ডিফেন্ডার এমারসনের কল্যাণে বেঁচে যায় বার্সা। ৬১ মিনিটে গোলের সুযোগ তৈরী করে বার্সেলোনা; ক্লেমেন্ট ল্যাংলেটের ক্রস করা বলটাকে হেড করেন রবার্তো, কিন্তু জালে জড়ানোর পূর্বেই বলটাকে রুখে দেন গেতাফে গোলরক্ষক ডেভিড সরিয়া।

ম্যাচের ৭১ মিনিটে ইনজুরির কবলে পরেন বার্সার হয়ে প্রথম গোল করা রবার্তো। মাঠ থেকে তৎক্ষণাত তাকে বে্র করে নিয়ে যান মেডিকেল টিম। স্প্যানিশ তারকার পরিবর্তে মাঠে নামানো হয় পাবলো গাভিরাকে। পুরো ম্যাচে বেশ কয়েকবার ভুল করতে দেখা গেছে বার্সার রক্ষণভাগকে; ৮১ মিনিটে ভুল করে বসেন বার্সা অধিনায়ক সার্জিও বুসকেটস। পেনাল্টি বক্স থেকে নেয়া গেতাফের মেক্সিকান ফরোয়ার্ড হোসে ম্যাকিয়েসের নেয়া শটটা রুখে দেন ইনজুরি থেকে ফিরা গোলরক্ষক টের স্টেগেন। ৮৩ মিনিটে গোল করে বার্সা অধিনায়ক বুসকেটস, কিন্তু ভিএআরে দেখা যায় গোলটি অফসাইড ছিল; ব্যবধান বাড়ানোর সুযোগটা পেয়ে গেলেও ঘরের মাঠে ২-১ গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

২-১ ব্যবধানে জয় এলেও নিশ্চয়ই খুশি হবেননা কোম্যান; পুরো ম্যাচে বার্সা রক্ষণভাগ যেই ভুলগুলো করেছে, সেগুলো বরং দুশ্চিন্তাই বাড়াবে ম্যানেজম্যান্টের। তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে বার্সেলোনা; সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img