ম্যাচের আগের দিন একাদশ ঘোষণার ঘটনা নতুন নয়, তবে স্কোয়াড ঘোষণা হয় সিরিজ শুরুর বেশ কিছুদিন আগেই। যদিও ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন স্কোয়াড ঘোষণা করে চমকই দিলো জিম্বাবুয়ে। যেখানে রোডেশিয়ানদের অধিনায়কের দায়িত্বে থাকবেন ব্রেন্ডন টেইলর। দলে নেই শন উইলিয়ামস।
পরিকল্পনা অনুযায়ী হারারেতে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা ম্যাচ। অথচ ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগেও কেউ জানত না জিম্বাবুয়ে দল কেমন হবে। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবালও প্রকাশ করেছিলেন বিস্ময়।
‘আমি কাদের সাথে খেলতে যাচ্ছি জানি না। এটা একটু আজব কাহিনী, একটু ভিন্ন আমার কাছেও মনে হচ্ছে। এই সময়ে টিম মিটিং হয়; বোলিং মিটিং, ব্যাটিং মিটিং হয়। প্রতিপক্ষের দলই না জানলে কাদের নিয়ে মিটিং করব, সেটাই বুঝতে পারছি না। অবাক করার মতো ব্যাপার।‘
উইলিয়ামস ছাড়াও দলে জায়গা হয়নি ক্রেগ আরভিনের। সুচী অনুযায়ী, ১৬ জুলাই প্রথম ওয়ানডের পর ১৮ এবং ২০ জুলাই দ্বিতীয় ওয়ানডে।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙওয়ে, তিনাশে কামুনজুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড টিরিপানো।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।