১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ম্যানচেস্টার সিটির শিরোপা ছোঁয়ার অপেক্ষা বাড়ালো চেলসি

- Advertisement -

চেলসি আর ম্যানচেস্টার সিটি ছুটে চলেছে দূরত্ব গতিতে কিন্তু সিটির সাফল্যের পথে বার বার কাঁটা হয়ে উঠছে টমাস টুখের দল। কিছু দিন আগে এফএ কাপের সেমিতে চেলসির কাছে হেরেছে পেপ গার্দিওলার দল। এবার ইতিহাদে ২-১ গোলে ম্যান সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল সেই চেলসিই। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নিজেদের প্রস্তুতিটাও ভালোই সারলো অল ব্লুজরা।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হতে যেতে পারত ম্যানচেস্টার সিটি। কিন্তু শিরোপা ছোঁয়ার অপেক্ষাটা আরো দীর্ঘ হলো সিটিজেনদের। ইপিএলের পয়েন্ট টেবলি সব দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা আগেই বাড়িয়ে রেখেছিল পেপ গার্দিওলার দল।

রোবারের ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে অ্যাস্টন ভিলার ম্যাচ, সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সিটিকে ওই ম্যাচে ম্যান ইউ পয়েন্ট হারালে চ্য়াম্পিয়ন হয়ে যাবে ম্য়ান সিটি। না হলে অপেক্ষা করতে হবে।

শনিবার চেলসির বিপক্ষে ম্য়াচের প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ম্যান সিটি, ৪০ মিনিটের মাথায় গোল করেন রহিম স্টারলিং। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে বদলে যায় ম্যাচের রং । ৬৩ মিনিটে হাকিম জিয়েসের গোলে সমতা ফেরায় চেলসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে ম্যান সিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মার্কোস আলোন্সো।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে চেলসির কাছে হারাটা সিটির জন্য বড় ধাক্কা। এ নিয়ে পেপ গার্দিওলার দল পর পর দুই ম্যাচ হারলো চেলসির কাছে । ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও যদি হারের ধারা অব্যহত থাকে তাহলে চেলসির হাতেই উঠবে শিরোপা।

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে চেলসি। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img