১৩ জানুয়ারি ২০২৫, সোমবার

ম্যানসিটির সঙ্গে চুক্তি নবায়ন করলেন দিয়াস

- Advertisement -

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করেছেন রুবিন দিয়াস। সিটির সঙ্গে তার নতুন চুক্তি ৬ বছরের। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে সিটিজেনদের সঙ্গে অন্তত ২০২৭ সাল পর্যন্ত আছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

গত মৌসুমে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ইতিহাদ শিবিরে পারি জমান দিয়াস। প্রত্যাশার প্রায় পুরোটাই পূরণ করেছেন এই ডিফেন্ডার। ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্সের সঙ্গে জুটি বেধে রক্ষণ সামলেছেন। সবশেষ মৌসুমে নির্বাচিত হয়েছেন ইউয়েফার বর্ষসেরা ডিফেন্ডার।

 

নতুন চুক্তি করতে পেরে খুব খুশি দিয়াস। নিজের উচ্ছ্বাসের কথা গোপন করেননি তিনি।

“নতুন চুক্তি করতে পেরে আমি খুব খুশি। গত বছর সিটিতে যোগ দেওয়ার পর প্রতি মুহুর্তই আমি উপভোগ করেছি”-নতুন চুক্তি সম্পর্কে দিয়াস

ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সের দুর্বলতা অনেকদিনের। দিয়াস আসায় সেই দুর্বলতা অনেকটা কাটিয়ে উঠতে শুরু করেছে সিটিজেনরা। নিজে সফল হলেও সতীর্থদের ধন্যবাদ জানাতে ভোলেননি দিয়াস, ভোলেননি কোচ পেপ গার্দিওলার প্রতি ধন্যবাদ জানাতেও।

“আমি পেপকে ধন্যবাদ জানাতে চাই, এছাড়া কোচিং স্টাফদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আছে। তারা একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে আমাকে সাহায্য করেছে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img