২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

যা আগে কেউ করতে পারেনি, সেটাই করে দেখাতে চায় বাংলাদেশ

- Advertisement -

রোববার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ঘরের মাঠে প্রথম ম্যাচেই হেরে বিপাকে কিউইরা, অপরদিকে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। শেষটাও জয় দিয়েই শেষ করতে চায় টাইগাররা, আগামী প্রজন্মের জন্য তৈরী করতে চায় উদাহরণ।

শনিবার সংবাদ সম্মলনে এসে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শুনিয়েছেন কিভাবে বদলে গেলো দল সেই গল্প, “প্রথম প্রেস কনফারেন্সেই বলেছিলাম সিনিয়র অনেকেই আসেনি, এই দলটা একেবারেই তরুণ। বেশীরভাগ ক্রিকেটারই ভালো খেলে দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে চায়। নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে প্রত্যেকেই, পুরো মনোযোগ ছিল খেলাতেই। এর আগে কখনোই নিউজিল্যান্ডে বাংলাদেশ দল সিরিজ জেতেনি। ওরা সেই সুযোগ তৈরী করেছে। ছেলেরা আগামী প্রজন্মের জন্য উদাহরণ তৈরী করতে চায়।”

প্রেস কনফারেন্সে রাসেল ডমিঙ্গো

সেইসাথে টাইগার কোচ বলেছেন জয়টা উপভোগ করছেন মুমিনুল হকরা, “এর আগে নিউজিল্যান্ডে সবসময়ই বেশ কঠিন সময় অতিবাহিত করতে হয়েছে। গত কয়েক মাসে আমাদের অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই, এই জয় স্বস্তির। ছেলেরা বেশ পরিশ্রম করেছে, নিজেদের পরিকল্পনাগুলোর বাস্তবায়ন করার চেষ্টা করেছে। ওরা জয়টা উপভোগ করছে।”

রোববার বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে নামবে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img