১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার

যে রেকর্ডে আর্জেন্টিনার পাশে শুধুই স্পেন!

- Advertisement -

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে মোট ১৬বার চ্যাম্পিয়ন হলো আলবিসিলেস্তরা। এতদিন ১৫টি শিরোপা জিতে উরুগুয়ের সাথে যৌথভাবে শীর্ষে ছিল আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারানোর পর ১৬টি শিরোপা জিতে এককভাবে শীর্ষে দি মারিয়া-লাউতারো মার্তিনেজরা।

শুধু লাতিন আমেরিকার সেরা হয়েই ক্ষান্ত থাকেনি মেসি বাহিনী। আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছে তারা। বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর ট্রফি জেতার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ-এমিলিয়ানো মার্তিনেজদের আগে একটি বিশ্বকাপ ও দুটি ইউরো জিতে এতদিন রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিল স্পেন।

আর্জেন্টিনা যেমন সর্বোচ্চ সংখ্যক কোপা জিতেছে। ঠিক তেমনি শিরোপা জেতার রেকর্ডে সবাইকে পেছনে ফেলেছেন মেসি। পুরো ক্যারিয়ারে এ নিয়ে মোট ৪৫টি শিরোপা জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। তার চেয়ে বেশি শিরোপা জিততে পারেনি আর কেউ।

কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়েই আর্জেন্টিনার জার্সি তুলে রাখলেন দি মারিয়া। শিরোপা জিতেই ক্যারিয়ারের শেষটা করলেন এই উইঙ্গার। দীর্ঘদিনের ক্যারিয়ারে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমার শিরোপা জিতেছেন দি মারিয়া। কোপার ফাইনালে পুরোটা সময় মাঠে ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচেও বেশ আলো ছড়িয়েছেন দি মারিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img