ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ (শনিবার) গাজী টায়ার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আবু হায়দার রনি ও নাসুম আহমেদ। ৬ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন রনি, নাসুমের শিকার ৩ উইকেট।
দুজনের বোলিং তোপে মাত্র ৪০ রানে গুটিয়ে গেছে গাজী টায়ার্স। যা লিস্ট এ ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। রান তাড়ায় মাত্র ৬.২ ওভারেই ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০০ ওভারের ম্যাচ শেষ হয়েছে মাত্র ১৮.২ ওভারে।
টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গাজী টায়ার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই আশিকুর রহমান শিবলির উইকেট হারায় তারা। একই ওভারের পঞ্চম বলে ইফতেখার হোসাইন ইফতিকে প্যাভিলিয়নে ফেরান রনি। পরের ওভারে মহব্বত হোসেন রোমানকে ফেরান নাসুম।
গাজী টায়ার্সের ব্যাটিং ইনিংসে মাত্র একজন ব্যাটার করতে পেরেছেন দুই অঙ্কের ঘরে রান। ইফতেখার সাজ্জাদের ১৮ বলে ১৬ রানের ইনিংসটি বাদ দিলে গাজী টায়ার্সের স্কোরবোর্ড দেখলে মুঠোফোন নম্বর বলে মনে হতেই পারে।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভাল করেন ইমরুল কায়েস ও রনি তালুকদার। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি রনি। ১২ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কার মারে করেছেন ১২ রান। তিন নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে মোহামেডানকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ইমরুল। মোহামেডান অধিনায়ক অপরাজিত ছিলেন ২১ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কার মারে ১৯ রান করে, অঙ্কনের সংগ্রহ অপরাজিত ৫ রান।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আবু হায়দার রনি।