৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

রবিবার ইংল্যান্ড-স্পেনে ডাবল ডার্বি!

- Advertisement -

ম্যানচেস্টার থেকে মাদ্রিদ, প্রায় তেরোশো মাইল দূরত্বে, একই দিনে দুই ডার্বি। ইতিহাদে দুই ম্যানচেস্টার, ওয়ান্দা মেত্রপলিতানো মাঠে রিয়াল-আতলেতিকো।

ইংলিশ লিগে অসাধারণ মৌসুম পার করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রবিবার অল ম্যানচেস্টার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড, যারা ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে। সিটির পয়েন্ট ৬৫। শনিবার ম্যাচ জিতে টেবিলের দুইয়ে উঠে
এসেছে লেস্টার সিটি, তাই লেস্টারকে টপকানো ইউনাইটেডের জন্য মূল চ্যালেঞ্জ। রেড ডেভিলরা শেষ সাত ম্যাচ অপরাজিত হলেও চারটাই ড্র করেছে। অন্যদিকে, চলতি সিজনের রেকর্ড হোল্ডার সিটিজেনরা লিগে সর্বনিম্ন সতেরো গোল হজম করে টানা ১৯ ম্যাচ অপরাজিত। ইতিহাদে ডার্বি ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।

ম্যানচেস্টার ডার্বির ঠিক পৌনে এক ঘন্টা আগেই মাঠে গড়াবে মাদ্রিদ ডার্বি। এই ডার্বি যেন এখন হয়ে উঠেছে ত্রিমুখী লড়াই। শনিবার রাতে এক ম্যাচ বেশি খেলে বার্সা টেবিলের দুইয়ে উঠে এসেছে। ৫৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ বার্সার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে । ডার্বি ম্যাচ জিতলেও গোল ব্যবধানে পিছিয়ে তিনেই থাকবে রিয়াল। আতলেতিকো পুরো সিজন দাপিয়ে বেড়াচ্ছে, ২৪ ম্যাচে মাত্র দুই হার, যার মধ্যে একটি হেরেছিল ছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষেই। ম্যাচের সময় রাত সোয়া নয়টা।

লিগে নিজের মাঠে শেষ পাঁচ ম্যাচ হেরেছে লিভারপুল। রাত আটটায় অ্যানফিল্ডে তদের প্রতিপক্ষ ফুলহ্যাম। মধ্যরাত সোয়া একটায় টটেনহ্যামের লড়াই হবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। ২৭ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে লিভারপুল। এক ম্যাচ কম খেলা স্পার্সের পয়েন্ট ৪২। ইউরোপার নকআউটে ম্যানইউয়ের বিপক্ষে নামার আগে নিজেদের ঝালাই করে নেওয়ার টার্গেটে ভেরোনার মাঠে খেলবে এসি মিলান, ম্যাচ শুরু রাত আটটায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img