২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রাজশাহীতে আশরাফুলের ৬১; নাসুমের পর মাহেদিরও ‘৫’ উইকেট

- Advertisement -

রাজশাহীতে দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ; টসে হেরে ব্যাটিংয়ে অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গী মোহাম্মদ আশরাফুল। দুজনে মিলে প্রথম উইকেটেই গড়েছেন শত রানের জুটি। ১০১ রানে দলের প্রথম ব্যাটসম্যান হিসেবে যখন ইমরুল কায়েস ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরছেন, তখনও চালকের আসনেই পূর্বাঞ্চল। কিন্তু, দৃশ্যপট বদলাতে সময় লাগেনি বেশীক্ষণ।

লাঞ্চের পর প্যাভিলিয়নে ফিরেছেন আশরাফুলও; খেলেছেন ৬১ রানের ইনিংস। দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরার পর থেকেই দিশেহারা হয়ে পড়ে বাকি ব্যাটিং লাইনআপ। আট উইকেট পড়ার আগ অব্দি একমাত্র শাহাদাত হোসেন দীপু (৩০) ছাড়া প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কেউই।

নবম উইকেট জুটিতে এসেছে ৪৭ রান

প্রথম দশ ওভারেই সাতচল্লিশ রান দিয়েছিলেন নাসুম আহমেদ, উইকেট মাত্র একটি। খরুচে নাসুম পরের স্পেলে বোলিংয়ে এসেই যেন গিয়েছেন বদলে, তুলে নিয়েছেন চার চারটি উইকেট। ইরফান শুক্কুরের উইকেট তুলে নেয়ার মধ্য দিয়ে পূরণ করেছেন নিজের পাঁচ উইকেট। তিন উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক স্পিনার মাহেদি হাসান।

১৯৫ রানেই ৮ উইকেট হারানো পূর্বাঞ্চল এরপর ঘুরে দাড়ায় রেজাউর রহমান রাজা এবং পেসার মোহাম্মদ এনামুল হকের ব্যাটে। দুজনে মিলে গড়েছেন ৪৭ রানের জুটি। প্রথম ইনিংস শেষে পূর্বাঞ্চলের সংগ্রহটাও তাই ২৬০ রান। ৩০ রান করা রাজাকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূরণ করেছেন মাহেদি হাসানও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img