২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা; প্রতিপক্ষ চিলি

- Advertisement -

অনেক আলোচনা সমালোচনার পর মাঠে গড়িয়েছে কোপার এবারের আসর। সোমবার ১৫জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় “এ” গ্রুপের ম্যাচে  মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চিলি।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভালো ফর্মে নেই আর্জেন্টিনা । কোপা আমেরিকায় ২৮ বছরের শিরোপা খড়া কাটানোর মিশনে নামার আগে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে আলবিসেলেস্তেরা। আসরের শুরুতেই শক্তিশালী চিলির মুখোমুখি হওয়াটা আর্জেন্টাইনদের জন্য ভিন্ন এক চ্যালেঞ্জই বটে!! কোপা আমেরিকার একশ বছর পূর্তী উপলক্ষে ২০১৬ তে আয়োজিত বিশেষ আসরের ফাইনালে এই চিলির কাছে হেরেই আর্জেন্টিনার ট্রফি জয়ের স্বপ্নের মৃত্যু ঘটে। আকাশি-সাদাদের সামনে এবারের আসরের প্রথম ম্যাচেই থাকছে মধুর প্রতিশোধের সুযোগ।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচে চিলির জয় মাত্র একটি। ১০ দলের মধ্যে তাদের অবস্থান টেবিলের ৭ নম্বরে। তবে কোপার ঠিক আগে আর্জেন্টিনার মাঠ থেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এক পয়েন্ট নিয়ে ফেরা চিলিকে আত্মবিশ্বাস যোগাতে পারে। সে ম্যাচে ইনজুরির কারনে না খেলা আর্তুরো ভিদাল এই ম্যাচেও অনিশ্চিত। তাই ভালো ফলের জন্য চিলির কোচ মার্টিন লাসার্তের ভরসা হতে পারেন অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

কোপা আমেরিকার ট্রফি জয়ের হিসেবে আর্জেন্টিনার ধারেকাছেও নেই চিলি। তবে সাম্প্রতিক সময়ে চিলি-আর্জেন্টিনা দ্বৈরথ বিভিন্ন উত্তেজনার জন্ম দেয়। কোপায় দুই দলের শেষ দেখায় চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সাথে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি, যদিও ম্যাচটাও ২-১ গোলে জিতেছিলো আর্জেন্টিনা। সবমিলে একটা হাই ভোল্টেজ ম্যাচের আশাতেই থাকবেন আর্জেন্টিনা ভক্তরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img