স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। নিজেদের জালে বল জড়িয়ে ভিলেন বনে গেছেন সার্জিও রামোস। তাতেই জাভি হার্নান্দেজের দল পেয়েছে স্বস্তির জয়।
প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে শৈশবের ক্লাব সেভিয়াতে যোগ দিয়েছেন রামোস। ম্যাচের আগে গোল করার কথা জানিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। গোল করেছেন, তবে প্রতিপক্ষের জালে নয়, নিজেদের জালে। ৭৬ মিনিটে লামিনে ইয়ামালের হেড ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন রামোস। তাতেই পুরো ম্যাচে দারুণভাবে বার্সাকে আটকিয়ে দেওয়া সেভিয়া হার নিয়ে মাঠ ছেড়েছে।
রামোসের সাথে জাতীয় দলে একসাথে খেলেছেন বার্সা কোচ জাভি। ক্লাব ফুটবলে দুজন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে খেললেও স্পেনের হয়ে লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। ম্যাচ শেষে রামোসের উদ্দেশ্যে জাভি বলেন, “সে একজন অসাধারণ ডিফেন্ডার। এই বয়সে সে শীর্ষ পর্যায়ের ফুটবল খেলছে, অনেক কৃতিত্বই তার প্রাপ্য। সে একজন পেশাদার। গোলটা তার জন্য দুঃখজনক। তবে আমাদের লাভ করেছে। এটাই জীবন, ফুটবলই জীবন”
লিগে আগের ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে ড্র করে পয়েন্ট তালিকার তিনে নেমে গিয়েছিল বার্সেলোনা। এদিন ঘরের মাঠে দারুণ খেললেও গোল করতে পারেনি জোয়াও ফেলিক্স-ফেরান তোরেসরা। তাতে অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি তাদের।
৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্র করে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা।