৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

রাসেল, হেইটমায়ার, গেইলদের ছাড়াই পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে পাকিস্তানে যাচ্ছে ক্যারিবিয়ানরা। জাস্টিন গ্রিভস, শামার ব্রুকস, গুদাকেস মোতি, ওদিয়ান স্মিথ এই চার নতুন মুখকে ডাকা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। ডমিনিক ড্রেকসের সাথে মতি থাকবেন টি-টোয়েন্টি দলের সাথেও। দুই ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন কিরন পোলার্ড।

ফ্যাবিয়েন অ্যালেন এবং ওবেড ম্যাককয় ইনজুরির কারণে নেই দলে। জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, শিমরন হেইটমায়ার, লিন্ডল সিমন্সরা থাকছেন না ব্যক্তিগত কারণে। ক্রিস গেইলের ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি ম্যানেজমেন্ট।

ওয়ানডে স্কোয়াড:  কিরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজেরি জোসেফ, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাশ পুরান, রেইমন রেইফার, রোমারিও শেইফার্ড, ওদিয়ান স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।

টি-টোয়েন্টি স্কোয়াড: কিরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাশ পুরান (সহ অধিনায়ক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেস মোতি, রোমারিও শেইফার্ড, ওদিয়ান স্মিথ, ওশেন থমাস, হেইডেন ওয়ালস জুনিয়র।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img