লা লিগার এবারের মৌসুমের আগেই তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদে ঘটা করে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও এন্দ্রিক। তবে এবারের মৌসুমের শুরুটা মনে না রাখার মতোই করেই খেলেছেন এমবাপ্পে। ফরাসি তারকার বিবর্ণ থাকার দিনে লিগের উদ্বোধনী ম্যাচেই দুর্বল মায়ার্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। আর তাতে বিরক্ত ও হতাশ কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশ আনচেলত্তি বলেন, “আজ আমি একদমই খুশি না। আমরা আরও ভালো করতে পারতাম।”
রিয়াল কোচ মনে করেন ম্যাচের ১৩তম মিনিটে রদ্রিগোর গোলে লিড নেওয়ার পর মনোযোগ হারিয়েছে রক্ষণ বিভাগের খেলোয়াড়রা। আর সে কারণেই বিরতির পর সমতায় ফেরার সুযোগ পেয়েছে প্রতিপক্ষ। তিনি বলেন, “দল হিসেবে আমাদের আরও মনোযোগী হতে হবে, আরও ভাল কাজ করতে হবে। এটা কোনো ফিটনেস সমস্যা ছিল না, পুরোপুরি মানসিক ছিল। এটা শুধু স্ট্রাইকার, মিডফিল্ডার বা ডিফেন্ডারদের সমস্যা না। এটা পুরো দলের সমস্যা, যারা জানেই না তাদের ম্যাচের মূল লক্ষ্য কি ছিল।”
পুরো দলের পারফর্ম্যান্স নিয়ে অসন্তুষ্ট হলেও আলাদা করে দলের রক্ষণ বিভাগের সমালোচনা করেছেন আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও জুড বেলিংহামের মতো আক্রমণাত্বক খেলোয়াড়দের আরও গুছিয়ে খেলা উচিত বলেও মনে করেন তিনি।
“কোনো অজুহাত দিতে চাই না। আমাদের আরও ভালো করার মনোভাব নিয়ে খেলতে হবে। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। এটা এমন একটা ম্যাচ যেখানে আমাদের ভুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে”-বলেছিলেন আনচেলত্তি।