বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ একাদশ। লাঞ্চ বিরতিতে যাবার আগে বোর্ডে তুলেছিল ১ উইকেট খরচায় ৮৯ রান। লাল বলের ক্রিকেটে ক্যারিবিয়ানরা দিচ্ছিল ফেরার আভাস।
বিরতি থেকে ফিরেই ছন্দপতন। চা বিরতির আগে দুইশোর না করতেই সফররতরা হারিয়ে ফেলেছিল ছয় উইকেট। ক্যারিবিয়ানদের আসা-যাওয়ার মাঝে দেয়াল হয়ে ছিলেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট, আউট হয়েছেন ৮৫ রানে।
বিসিবি একাদশের হয়ে বল হাতে দুর্দান্ত রিশাদ হোসেন। এই লেগস্পিনার নিয়েছেন ৫ উইকেট, এছাড়াও ৩ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ভীত কাঁপিয়ে দিয়েছেন খালেদ আহমেদ, ওয়েস্ট অল আউট হয়েছে ২৫৭ রানে।
ক্যারিবিয়ানদের পক্ষে ব্রাথওয়েট ছাড়া কেউ পায়নি অর্ধশতকের দেখা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত রান ৪৪ এসেছে ওপেনার ক্যাম্পবেলে ব্যাট থেকে।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেছিল বিসিবি একাদশ। কোনো বিপদ ছাড়াই দিনের খেলা শেষ করেছেন সাইফ হাসান এবং সাদমান ইসলাম। স্কোরবোর্ডে রান ২৪।