রিয়াল মাদ্রিদের সঙ্গে আরো পাঁচ বছর থাকছেন থিবো কুর্তুয়া। ফলে বেলজিয়ান গোলরক্ষকের সঙ্গে গ্যালাক্টিকোদের চুক্তি ২০২৬ পর্যন্ত। ২৯ বছর বয়সী কুর্তুয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
? #Courtois2026 pic.twitter.com/byi0PALmli
— Real Madrid C.F. ???? (@realmadriden) August 16, 2021
২০১৮ সালে রিয়াল মাদ্রিদে পাঁ রাখেন কুর্তুয়া। প্রথম মৌসুম আশানুরুপ পারফর্ম করতে পারেননি তিনি। তবে পরের মৌসুমেই নিজের জাত চেনাতে ভুল করেননি। ২০১৯-২০ মৌসুমে রিয়ালের লা-লিগা জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন এই বেলজিয়ান। বিশেষ করে কোভিডের বিরতির পর তার দুর্দান্ত পারফর্ম্যান্সেই শিরোপা জিতেছিল অল হোয়াইটরা।
তর্কাসাপেক্ষে বর্তমান সময়ের সেরা গোলরক্ষক কুর্তুয়া। এছাড়া পারফর্ম্যান্সের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা পারফর্মার এই বেলজিয়ান। তার পারফর্ম্যান্স এবং গোলবারের নিচে আত্মবিশ্বাস বলে তার উপর ভরসা রাখা যায়। সেই ভরসাই রেখেছে রিয়াল মাদ্রিদ।