২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

রিয়ালের কোচ হচ্ছেন আন্তোনিও কন্তে!!

- Advertisement -

রিয়াল মাদ্রিদের সফল কোচ জিনেদিন জিদানের বিদায়ের খবর বের হওয়ার একদিনের মাথায় নতুন এক সংবাদ দিলো স্প্যানিশ গণমাধ্যম। সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলানের কোচ আন্তোনিও কন্তেকে রিয়াল কোচ হিসেবে পরবর্তী সিজনে দেখা যেতে পারে ডাগ আউটে; আভাস দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম।

ছবি: ইন্টারনেট

এই আলোচনায় সবচেয়ে বড় রসদ জুগিয়েছে স্কাই ইতালিয়া। তারা বলছে, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি খুব সম্ভবত আন্দ্রেয়া পিরলোর বদলি হিসেবে জুভেন্তাসের কোচ হচ্ছেন। আর সেই কারণেই আন্তোনিও কন্তেই হতে পারেন রিয়ালের জন্য সম্ভাব্য সেরা বিকল্প।

রিয়ালের সর্ব্বোচ্চ নীতি নির্ধারকরা অ্যালেগ্রিকেই প্রথম পছন্দ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে চেয়েছিলেন বলে জানিয়েছেন স্কাই ইতালিয়া। আর ইন্টার মিলানকে শিরোপা জিতিয়েই আন্তোনিও কন্তে ম্যানেজারের চাকরি ছাড়ার ফলে, ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দু্ই দুই চার মেলানোর চর্চা আরও বেড়েছে।

ছবি: ইন্টারনেট

১৩ বারের ইউরোপিয় চ্যাম্পিয়নদের এ বছরটা মোটেও ভালো যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেলসির কাছে হারার পর আতলেতিকোর কাছে লা লিগার শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। শেষ ১১ বছরে প্রথমবারের মতো কোন শিরোপা ছাড়া একটি বছর পার করলো লস ব্লাঙ্কোস সমর্থরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img