২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

রোনালদো এখন আনুষ্ঠানিকভাবেই ইউনাইটেডের

- Advertisement -

অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘরের ছেলে ঘরে ফিরছে, ম্যানচেস্টার ইউনাইটেডে আনন্দের বন্যা বয়ে যেতে শুরু করেছে ইতোমধ্যেই। দুই বছরের চুক্তিতে ইউনাইটেডে আসছেন পর্তুগিজ তারকা; চুক্তিপত্র অনুযায়ী ক্রিশ্চিয়ানো রোনালদোকে অতিরিক্ত দুই বছর খেলানোর সুযোগ থাকছে ইউনাইটেডের সামনে। জাতীয় দলের হয়ে খেলা শেষে দ্রুতই রেড ডেভিলদের জার্সিতে দেখা যাবে জুভেন্টাস ছেড়ে আসা এই তারকাকে।

গুঞ্জন ছিল সিটিতে যাচ্ছেন রোনালদো, কিন্তু সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রোনালদো যে ইউনাইটেডে ফিরছেন সেটা ইন্সাটাগ্রামে প্রথম শেয়ার করেছিল ইউনাইটেড, যেই পোস্টে এখন অব্দি ভালোবাসা জানিয়েছেন ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৮৩২ জন; এরআগে ইনস্টাগ্রামে ক্রীড়া ইতিহাসের কোন দলের কোন পোস্টে এত লাইক কখনো পড়েনি! পর্তুগিজ তারকা এখনও যোগ দেননি, তাতেই এই অবস্থা!

বর্ণাধ্য ক্যারিয়ার রোনালদোর; জিতেছেন পাঁচবার ব্যালন ডি’অর। পুরো ক্যারিয়ারে এখন অব্দি প্রায় ৩০টিরও বেশি ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে  ৫টি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ৪টি ফিফা ক্লাব বিশ্বকাপ; ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে ৭টি লিগ শিরোপা  এবং নিজ দেশ পর্তুগালের হয়ে ইউরো। ক্রিস্চিয়ানোই প্রথম খেলোয়াড় যিনি তিনটি ভিন্ন দেশে লিগ জিতেছেন।  গত মৌসুমের সিরি এ -তে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন পর্তুগিজ তারকা এবং এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৫ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২টি ম্যাচে ১১৮টি গোল করেছেন  তরুণ রোনালদো। পরিণত হয়ে আবার ফিরেছেন পুরোনো ক্লাবেই, এবার কি করেন সেটাই দেখার।

“ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটি ক্লাব যা চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা পেয়ে এসেছে এবং আমার ফিরার  খবরে সবাই যেভাবে বার্তা পাঠাচ্ছে, সত্যি বলতে আমি অভিভূত। আমি দর্শকে ভর্তি ওল্ড ট্র্যাফোর্ডে  খেলার জন্য মুখিয়ে আছি। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচগুলো শেষ করেই দলের সাথে যোগ দিব এবং আশা করি আমরা দল হিসেবে অনেক সফল হবো”-বলছিলেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ ওলে গানার সোল্সকায়ের রোনালদোর ম্যানইউ  সতীর্থও। রোনালদোকে খুব ভাল মতই চেনা ইউনাইটেড কোচের। রোনালদো ফিরায় তাই বেশ খুশি কোচও।

ম্যানইউতে রোনালদো-সোলস্কায়ের খেলেছেন একসাথে

“ক্রিস্চিয়ানোকে বর্ণনা করতে হলে আপনার শব্দ শেষ হয়ে যাবে। তিনি শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নন, ব্যক্তি হিসেবেও দারুণ। এত দীর্ঘ সময় ধরে শীর্ষ স্তরে খেলার ইচ্ছা এবং ক্ষমতা থাকার জন্য একজন বিশেষ ব্যক্তির প্রয়োজন। ক্রিস্চিয়ানো ঠিক তেমনিই।  আমার কোন সন্দেহ নেই যে,তিনি আসায় দল যে নতুন করে প্রাণ ফিরে পাবে। নিঃসন্দেহে তার অভিজ্ঞতা স্কোয়াডের তরুণ খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। রোনালদো যেখান থেকে শুরু করেছিল সেখানেই আবার তাকে ফিরতে দেখে আমি ভীষণ খুশি”-রোনালদোকে নিয়ে ইউনাইটেড কোচ

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img