২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রোনালদোর সামনে সেরা হওয়ার সুযোগ

- Advertisement -

ক্লাব ফুটবলের দামামা থেকে সাময়িক বিরতি; ফুটবলাররা ফিরছেন জাতীয় দলের জার্সি গায়ে। বুধবার রাত থেকে শুরু হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের বেশকিছু ম্যাচ। মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড,  ক্রোয়েশিয়া, ডেনমার্কের মত বড় দলগুলো। পর্তুগালের হয়ে আর মাত্র একটি গোল করতে পারলেই আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।

প্রয়োজন মাত্র একটি গোল

বিশ্বকাপ বাছাইপর্বের ইউয়েফা অঞ্চলের গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রোনালদোর পর্তুগাল মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে একটি গোল করতে পারলেই রোনালদো ১১০ গোল নিয়ে হয়ে যাবেন আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা; ভেঙ্গে ফেলবেন ইরানের আলি দাইয়ির ১০৯ আন্তর্জাতিক গোলের রেকর্ড। গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে মুখোমুখি হবে লুক্সেমবার্গ ও আজারবাইজান। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রসহ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর শীর্ষে আছে পর্তুগাল।

বুধবার মাঠে নামবে ফ্রান্সও

গ্রুপ ‘ডি’ তে বুধবার মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও। বসনিয়া হার্জগোভিনার বিপক্ষে লড়বে কোচ দিদিয়ের দেশমের দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। অন্য ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় ইউক্রেন মুখোমুখি হবে কাজাখস্তানের। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্র সহ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’ এর শীর্ষে আছে ফ্রান্স।

ডেনমার্কের প্রতিপক্ষ স্কটল্যান্ড

গ্রুপ ‘এফ’ থেকে বুধবার অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। সদ্যসমাপ্ত ইউরোর ফাইনালিস্ট ডেনমার্ক আজ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। অপর দুই ম্যাচে ফারো আইল্যান্ড মুখোমুখি হবে ইসরায়েলের এবং মলদোভার প্রতিপক্ষ অস্ট্রিয়া। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। ৩ ম্যাচে ৩ জয় সহ পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুও ‘এফ’ এর শীর্ষে রয়েছে ডেনমার্ক।

ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ রাশিয়া

উয়েফা গ্রুপ ‘এইচ’য়েও অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ। লুকা মদ্রিচ-মাতেও কোভাচিচদের ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ডেনিস চেরিশেভ-আলেকসান্দার গোলোভিনদের রাশিয়ার। অপর দুই ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে স্লোভেনিয়া-স্লোভাকিয়া ও মাল্টা-সাইপ্রাস। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১ হারে ক্রোয়েশিয়া ও রাশিয়া দুই দলেরই পয়েন্ট ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ক্রোয়েশিয়া।

হালান্ডের নরওয়ের প্রতিপক্ষ নেদারল্যান্ড

গ্রুপ ‘জি’ তেও রয়েছে ৩টি ম্যাচ। ফ্র্যাঙ্কি ডি ইয়ং-মেম্ফিস ডিপেদের নেদারল্যান্ড মুখোমুখি হবে আরলিং হালান্ড-মার্টিন ওদেগার্ডদের নরওয়ের। অপর দুই ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে লাটভিয়া-জিব্রালটার ও তুরস্ক-মন্টেনেগ্রো। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১ ড্র নিয়ে শীর্ষে রয়েছে তুরস্ক।

ইউয়েফা অঞ্চলের পাশাপাশি আফ্রিকা অঞ্চলেও অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইয়ের বেশ কিছু ম্যাচ। মুখোমুখি হবে ইজিপ্ট-অ্যাঙ্গোলা, লিবিয়া-গ্যাবন, সেনেগাল-টোগো, মালি-রুয়ান্ডা, গিনিবিসাউ-গিনি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-কেপ ভার্দে। এছাড়াও বিশ্বজুড়ে অনুষ্ঠিত হবে কিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচও। রাত ১০টায় মুখোমুখি হবে ওয়েলস-ফিনল্যান্ড। রাত ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে কাতার-সার্বিয়া ও সুইজারল্যান্ড-গ্রিস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img