শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘লঙ্কান প্রিমিয়ার লিগে’র (এলপিএল) দ্বিতীয় আসরে দল পেয়েছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, দল থেকে বাদ পড়া মোহাম্মদ মিঠুনসহ পেসার আল আমিন হোসেন, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু এবং পেসার মেহেদি হাসান রানা পেয়েছেন দল।
৫ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ক্যান্ডি ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে তিন বাংলাদেশি খেলোয়াড় মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু এবং মেহেদি হাসান রানাকে। দলে আরও রয়েছেন চারিথ আসালাঙ্কা, রোভমান পাওয়েলদের মতো ক্রিকেটাররা।
অন্য দুই বাংলাদেশি তাসকিন আহমেদ এবং আল আমিন হোসেন খেলবেন কলম্বো স্টার্সে। ক্রিস গেইল আছেন এই দলে, আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলা পাথুম নিশানকাও।