৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

লা লিগায় আতলেতিকোর কষ্টার্জিত জয়, ইপিএলে জিতলো ব্রাইটন

- Advertisement -

স্প্যানিশ লা-লিগার শিরোপার লড়াই যেন দুলছে পেন্ডূলামের মতো। আজ বার্সেলোনা এগিয়ে যাচ্ছে তো কাল রিয়াল মাদ্রিদ। যেন ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। ’ কিন্ত সর্বশেষ রাউন্ডে যা হলো তাতে মনে হতেই পারে, কেউই চাচ্ছে না শিরোপাটা তাদের হোক। প্রথমে এতলেতিকো মাদ্রিদ হারলো, তারপর পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। আর সর্বশেষে  বার্সেলোনা লিড নিয়েও হারলো গেতাফের বিপক্ষে। শনিবার  অবনমনের শঙ্কায় থাকা এলচের বিপক্ষে মাঠে নেমেছে  শীর্ষদল আতলেতিকো মাদ্রিদ।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

এলচের মাঠে দুদলই খেলতে নামে ৪-৪-২ ফর্মেশনে । ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকা আতলেতিকো মাদ্রিদ  শুরুতে  সুযোগ পেয়েও কাজ়ে লাগাতে ব্যর্থ। ম্যাচের কেবল তখন দশ মিনিট, সুয়ারেজের শট খুঁজে জ়ালের ঠিকানা।  মিনিট পাঁচেক পর  সুয়ারেজ জালে বল জড়ালেও অফসাইডের বাঁশিতে সেই গোল বাতিল করেন রেফারি। ম্যাচের ২৩ মিনিটে ঠিকই গোলের দেখা পায় সফরকারীরা। ক্যারাস্কোর বাড়ানো বলে লরেন্তের গোলে এগিয়ে যায় সিমিওনে শীর্ষ্যরা। প্রথমার্ধের একদম শেষ মিনিটে রেফারি পেনাল্টির বাশি বাজালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টি বাতিল করেন । এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফররতরা।

 

দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক ফুটবল খেলেছে এলচে। তবুও আতলেতিকোর জমাট রক্ষণে এলচের আক্রমণ কাজের কাজটা করতে পারেনি। বলদখল, পাসিং এক্যুরেসি সবকিছুতেই দুইদল ছিল সমানে সমান।  কেউ কাউকে এক চুল পরিমাণ মাটিও ছাড় দেয় নি।  তবুও ফুটবল তো গোলের খেলা, সেই গোলই না আসলে বাকি সবকিছু হয়ে যায় তখন নিছকই পরিসংখ্যান। শেষপর্যন্ত ১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আতলেতিকো মাদ্রিদ। সেই সঙ্গে টেবিলে নিজেদের অবস্থানও করেছে শক্ত করেছ মাদ্রিদের দলটা।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

লা-লিগা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ,  পয়েণ্ট টেবিলের নয় নম্বর দল লিডস ইউনাইটেডকে ঘরের মাঠে আতিথ্য দিয়েছে টেবিলের ১৪তম দল ব্রাইটন। নিজেদের মাঠে  ৩-৪-৩ ফর্মেশনে খেলতে নামা ব্রাইটন শুরু থেকেই চড়াও হয় প্রতিপক্ষের উপর। ফলাফলও পেয়ে যায় হাতেনাতে। ম্যাচের ১৪ মিনিটেই গোল করে এগিয়ে স্বাগতিকরা । যদিও প্রথমার্ধের বাকিটা সময় ছিল শুধুই লিডসের। তবে বল পজিশন, কর্নার কিংবা পাসিং এক্যুরেসিতে এগিয়ে থাকলেও  শেষপর্যন্ত  সেই বহুল প্রতিক্ষীত গোলের দেখাই পায় নি লিডস। ফলাফল, ১-০ ব্যাবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিডস ইউনাইটেড।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকে দুইদল। খেলার ব্যাপ্তি যত বাড়ে, উত্তেজনার পারদও চ্ড়াও ততটাই। লিডসের কফিনে শেষ পেরেক ব্রাইটন স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাকের গোল। বাকিসময় কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ব্রাইটন, আর প্রায় ষাট শতাংশ বল নিজেদের দখলে রেখেও হারের মুখ দেখে লিডস ইউনাইটেড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img