আর্জেন্টিনা কিংবা বার্সেলোনার জার্সিতে, মেসিকে সময়ের সেরা ভদ্র, নম্র ফুটবলার হিসেবেই জানেন-মানেন সবাই। এমনকি মেসি হেটার্সরা অকপটে মানবেন। বার্সেলোনার সিনিয়র দলে ১৭ বছরের ক্যারিয়ার। আর জাতীয় দলে খেলছেন ১৫ বছর ধরে। ফুটবলের এই লম্বা ক্যারিয়ারে মাঠে কতবার মেজাজ হারিয়েছেন? দেখেছেন লাল কার্ড। জেনে নেয়া যাক-
গুনে গুনে মাত্র তিনবার। তাঁর ক্যারিয়ারে তিনবার রেফারিরা লাল কার্ড দেখাতে পেরেছেন। প্রথমটা আর্জেন্টিনার জাতীয় দলের অভিষেক ম্যাচেই। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার দুই মিনিট পরই লাল কার্ড দেখেন।
দ্বিতীয়টা ১৪ বছর পর। ২০১৯ কোপা আমেরিকা টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে মেজাজ হারান। যদিও রেফারির সেই সিদ্ধান্ত ছিল বিতর্কিত। দুই বছর পর আবারো লাল কার্ড। এবার জাতীয় দলের জার্সিতে নয়, বার্সেলোনার জার্সিতে। যা কিনা ক্লাব ইতিহাসে তাঁর প্রথম লাল কার্ড। বার্সেলোনার জার্সিতে ৭৫৩ ম্যাচে গিয়ে এমন রেকর্ড। এই জার্সিটাকে হয়তো একটু আলাদা করেই রাখবেন বার্সেলোনা অধিনায়ক।