লিগে আগের ৬ ম্যাচে গোল খরায় ছিলেন, ৭ নাম্বার ম্যাচে এসে জালে বল পাঠিয়েছেন। একটা নয়, দু’টা গোল। মোহাম্মদ সালাহ’র জোড়া গোলে লিভারপুর ৩-১ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে এখন অলরেডরা।
তবে ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দু’দলের উল্লেখযোগ্য কোন আক্রমণ ছিলনা। তাই পানসে খেলা হয়ছে ম্যাচের প্রথম হাফে। তবে দ্বিতীয়ার্ধটা বেশ জমজমাট হয়েছে। আক্রমণে বেশ চাপ তৈরী করেছিল লিভারপুল। ফলও আসে দ্রুত। বদলি হিসেবে নামানো হয় কার্টিস জোন্সকে। তাঁর অ্যাসিস্টেই লিভারপুলকে এগিয়ে দেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ম্যাচের সময় তখন ৫৭ মিনিট।
গোলের জোড়া পূর্ণ করতে সালাহ সময় নেন দশ মিনিট। এবার তাকে গোলের যোগান দেন শাকিরি। ২ গোলে এগিয়ে থেকেও লিভারপুল কোচ নির্ভার থাকতে পারেননি। শাকিরিকে উঠিয়ে মাঠে নামান রবার্তো ফিরমিনোকে। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ইয়ুর্গেন ক্লপকে নির্ভার করেছেন এই ব্রাজিলিয়ান। ৮৪ মিনিটে ওয়েস্ট হ্যামের জালে আরো এক গোল। ফিরমিনোর বাড়িয়ে দেয়া বলকে জালে পাঠান ভেইনালদাম। শেষ দিকে অবশ্য এক গোল শোধ দিয়ে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ওয়েস্ট হ্যাম।
এদিকে বার্নলিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। কোচের দ্বায়িত্ব নেয়ার পর টমাস টুখেল পেলেন প্রথম জয়ের দেখা। এই জয়ে চেলসি পয়েন্ট তালিকার ৭ নাম্বারে উঠে এসেছে।
২১ ম্যাচে ১১ জয় ও সাত ড্র’য়ে লিভারপুলের পয়েন্ট ৪০। চার ম্যাচ পর হেরে যাওয়া ওয়েস্ট হ্যাম আছে তালিকার পাঁচে।
সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪৪।