২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার

লিভারপুলের স্বস্তির জয়, প্রত্যাবর্তনের গল্প লিখে জিতল চেলসি

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল। অলরেডদের হয়ে বল জালে জড়িয়েছেন দারউইন নুনিয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গ্যাকপো।

জমে উঠেছে ইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই। লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল, তিন দলের সামনেই রয়েছে লিগ জেতার সুযোগ। তবে বাকি দুই দলের চেয়ে একটু সুবিধাজনক স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল। মৌসুমের বাকি সব ম্যাচগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট হারালেই শিরোপা রেস থেকে রয়েছে ছিটকে যাওয়ার সম্ভাবনা।

দারুণ গোল করেছেন ম্যাক অ্যালিস্টার

এত সব হিসাব মাথায় রেখে অ্যানফিল্ডে শেফিল্ডের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় ক্লপের দল। প্রতিপক্ষ গোলকিপারের শট নুনিয়েজের গায়ে লেগে জালে জড়ালে লিড নেয় অলরেডরা। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও গোল করতে পারেনি লিভারপুল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যাক অ্যালিস্টার-নুনিয়েজরা। তবে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে লিভারপুল। নিজেদের জালেই বল জড়ান কনোর ব্রাডলি। এরপর আক্রমণের ধার বাড়ায় অলরেডরা। ৭৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শটে ম্যাচে আবারও এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের একদম শেষ মুহুর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন গ্যাকপো।

এই জয়ে ৩০ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আর্সেনাল, ৩ নম্বরে থাকা ম্যানসিটির পয়েন্ট ৬৭।

কোল পারমারের হ্যাটট্রিকে ম্যানইউকে হারিয়েছে চেলসি

অন্যদিকে দুই গোলে পিছিয়ে থাকার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হয়ে হ্যাটট্রিক করেন কোল পালমার। দলটির অন্য গোলদাতা কনর গ্যালাঘের। এরিক টেন হাগের দলের হয়ে জোড়া গোল করেন আলেহান্দ্রো গার্নাচো ও ব্রুনো ফার্নান্দেজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img