আন্তোনিও রুডিগার, এনগোলো কান্তে ও ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ৩-০ গোলের বড় জয় পেয়েছে থমাস তুখেলের চেলসি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো পোক্ত করলো ‘ব্লুজ’ রা।
আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অবশ্য চেলসি নেমেছিলো হলুদ অ্যাওয়ে জার্সিতে। ১৪ মিনিটে বেন চিলওয়েলের ক্রসে মাথা ছুঁইয়ে প্রথম গোল করেন সেন্টারব্যাক আন্তোনিও রুডিগার। এর আগে চিলওয়েলের একটি হেডেড এটেম্পট বারে না লাগলে হয়তো অ্যাসিস্টের পাশাপাশি একটি গোলেরও মালিক হতেন ইংলিশ উইংব্যাক।
And it was all yellow. 💛#LeiChe pic.twitter.com/sTXZDUVRf3
— Chelsea FC (@ChelseaFC) November 20, 2021
২৪ মিনিটে লেস্টার গোল শোধ করে দেওয়ার সুযোগ পায়। কিন্তু দুর্ভাগ্য, আদেমোলা লুকম্যানের গোলটি অফসাইডে বাতিল হয়।
এর কিছুক্ষণ পর মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেন এনগোলো কান্তে, যাতে ব্যবধান হয় ২-০।
Correct me if I'm wrong but i think this is the first time Ngolo Kante has ever celebrated a goal for Chelsea.#LEICHE pic.twitter.com/mzrun3Krsn
— Yaa Sabrina❤️⭐⭐ (@YaaDeeBaakop3) November 20, 2021
দ্বিতীয়ার্ধে কাই হ্যাভার্টজ আর মেসন মাউন্টকে উঠিয়ে ক্রিশ্চিয়ান পুলিসিচ ও হাকিম জিয়েককে নামান তুখেল। দুজন সাবস্টিটিউটই দিয়েছেন কোচের আস্থার প্রতিদান। জিয়েকের অসাধারণ ড্রিবলিং করে ক্যালিয়ার সয়ুঞ্চুকে ছিটকে ফেলার পর বাড়ানো পাসে ফিনিশিং দেন আমেরিকান ফরওয়ার্ড পুলিসিচ!