৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

শচীনকে ছোঁয়ার অপেক্ষা মিতালির

- Advertisement -

চলছে সাউথ আফ্রিকা এবং ভারতীয় নারী দলের মধ্যকার চতুর্থ ওয়ানডে। তিন ম্যাচের দুটোতেই হার, সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই স্বাগতিক দলের। এই হিসেবের মাঝেই নিজেকে আলাদা করেছেন মিতালি রাজ। প্রায় ২২ বছরের ওয়ানডে ক্যারিয়ার, নির্ভূল হিসেব কষলে ২২ বছর ২৬১ দিন।

নারীদের এত দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড তো নেই-ই; সবমিলিয়ে মিতালির চেয়ে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ার কেবল শচীন টেন্ডুলকারে, ২২ বছর ৯১ দিনের। শ্রীলংকা জার্সিতে কুড়ি বছর ওয়ানডে ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন সানাৎ জয়সুরিয়া, পাকিস্তানের জাভেদ মিয়াদাদ সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানকে সার্ভিস দিয়েছেন ২০ বছর ২৭২ দিন।একুশ শতাব্দিতে পা রাখার বছরখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মিতালির। চলতি সিরিজের ৩ নম্বর ওয়ানডেতে ছুঁয়েছেন ১০০০০ ওয়ানডে আন্তর্জাতিক রানের গণ্ডি। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬০০০ এবং ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মিতালি, ওয়ানডেতে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান চার্লট এডওয়ার্ডসের, ৫৯৯২।

শুধুই রানের হিসেবেই না, ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মিতালির, অধিনায়ক হিসবেও সর্বোচ্চ। ওয়ানডেতে মিতালির অধিনায়কত্বেই ভারত জিতেছে ৮৩ ম্যাচ, সবচেয়ে বেশি। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডও এই ভারতীয় নারীর, ৬১।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img